মেঘনার নদীর বুকে জেগে থাকা ছোট্টো দ্বীপ (চর) সোনারামপুর হতে পারে ডে ট্রিপের জন্য আদর্শ একটি স্থান। ভৈরব আর আশুগন্জ এর মাঝে মেঘনা নদীতে অবস্থিত এ চরটিতে হিন্দু ও মুসলিম পাড়া নামে দুটো বসতি আছে। বাকীটা পুরোটাই ধুধু চর। আছে সবুজের গালিচা বেছানো মাঠ
।
সোনারামপুরের চারপাশ দিয়ে বইছে মেঘনা নদী। তবে এর ভৈরবের দিকটার পানি একদম নীল। তীরটাও সমুদ্রতটের মতো বালুকাময়। তাই একটা দুপুর এ নীল জলে সাতার কেটেও কাটিয়ে দিতে পারেন। আর গ্রুপ পিকনিক হলেতো কথাই নেই।
কিভাবে যাবেন : মহাখালি থেকে চলনবিল/বাদশা/বিআরটিসি বাসে/বা ট্রেনে করে ভৈরব। বাসে ভাড়া নেবে ১১০ টাকা। সময় লাগবে ঘন্টা আড়াই। এরপর একটু হেটে ফেরিঘাট যান। সেখান থেকে ট্রলারে করে সোনারামপুর। আশুগন্জ নেমেও নৌকায় করে যেতে পারেন।
কোথায় থাকবেন : থাকার জায়গা নেই। ক্যাম্পিং করা যায় বাট পুলিশ জানতে পারলে উঠিয়ে দেয় নিরাপত্তার অজুহাতে। তাই সকালে গিয়ে রাতে ফিরে আসাই ভালো।
কাছকাছি চায়ের দোকান আছে কিন্তু দুপুরে খাবার জন্য কোন হোটেল নেই। নৌকা পার হয়ে আপনাকে যেতে হবে একদম কাছের আশুগন্জ বাজারে।
নোট : সাথে অবশ্যই লাইফ জ্যাকেট নেবেন।
পোস্ট কৃতজ্ঞতা : বেড়াই বাংলাদেশ
No comments:
Post a Comment