বৃহত্তর বরিশালের স্বরুপকাঠি, ঝালকাঠির মানুষের জীবনে নদী ও খাল অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। এখানকার মানুষজন তাদের জীবনধারনের প্রায় পুরোটাই করেন জলের সাথে মিতালী করে। হাট বাজার, আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া, কাছের গঞ্জ ও যাওয়া আসা সবই করেন তাদের নিজস্ব নৌকায়। যদিও সবসময় পানি থাকে সেসব খালে তবু বর্ষাকালে ভরা যৌবনা হয়ে ওঠে সেগুলো। সাথে মৌসুমী ফল পেয়ারা, আমরার বেচাকেনার বিশাল কর্মযজ্ঞও শুরু হয় এ সময়েই।
আর তাই অধুনা দেশী বিদেশী ট্রাভেলারদের ভ্রমণের প্রিয় স্থান হয়ে উঠেছে স্বরুপকাঠি/ঝালকাঠির এসব খাল বিলগুলো ।
যারা যারা এবার মৌসুমে যেতে চান স্বরুপকাঠির জলাভুমিতে তাদের জন্য নীচে বিস্তারিত দিলাম :
যারা যারা এবার মৌসুমে যেতে চান স্বরুপকাঠির জলাভুমিতে তাদের জন্য নীচে বিস্তারিত দিলাম :
কিভােব যাবেন :
যাবার নানান রকম উপায় আছে। সবচে ভালো হল লঞ্চ এ করে যাওয়া। এটিও করা যায় দুভাবে। আপনি হুলারহাট এর লঞ্চ এ উঠে যেতে পারেন। প্রতিদিন রাত ৭ টা থেকে ৮ টা পর্যন্ত ৩/৪ টি লঞ্চ ছেড়ে যায় হুলারহাট এর উদ্দেশ্যে। এতে চড়ে বসুন। ভাড়া নেবে : ডেক ১০০-১৮০ টাকা (ভীড় বুঝে)। সবিঙ্গিলে কেবিন ৯০০ টাকা, ডাবল ১৮০০ টাকা। পরদিন সকাল ৬ টায় পৌছে যাবেন বানারী পাড়া। এখানেই নেমে পড়ুন। কারন তাতে আপনাদের নদীও দেখা হবে কিছুটা।
ছবি : ভাসমান পেয়ারা বাজার,ভিমরুলি,ঝালকাঠি ,বরিশাল . কৃতজ্ঞতা : Alaul Asif |
বানারীপাড়া নেমেই একটা বড় ট্রলার ঠিক করে ফিলুন। ভাড়া ঠিক করবেন ১৫০০ টাকা থেকে ২০০০ টাকার মধ্যে। একটা ছাউনি লাগিয়ে নিতে বলবেন। ট্রলার ওয়ালাকে বলবেন প্রথমেই সরাসরি ভিমরুলি নিয়ে যেতে। কারন ভিমরুলি হলো এ অঞ্চলের সবচে বড় ভাসমান পেয়ারা বাজার।ঘন্টা দেড়েক সময লাগবে তাতে। ভিমরুলী গিয়ে ঘন্টাখানেক ঘুরে দেখুন ওখানকার বেচাকানা। ১১ টা বাজলেই সটকে পড়ুন এখান থেকে। এরপর বোটওয়ালাকে বরুন আটঘর স্কলের কাছে নৌকার বাজারে যেতে। সেখানে গিয়ে বোট থামিয়ে গোছল করে নিন।
এরপর চলে যান কুড়িয়ানা বাজারে। সেখানে বৌদির রেস্টুরেন্ট এ বসে তাজা মাছ দিয়ে ভাত খান। মানুষ বেশী হলে আগে ফোনে অর্ডার দিন পছন্দমত মাছের। দুপুরের খাবার খেয়ে পেছনে চৌকিতে আয়েশ করে শুয়ে একটা চা আর খিলি পান আনিয়ে খান। এরপর বোটে উঠুন।
এবার বোটওয়ালাকে বলুন বানারীপাড়া/নেছারাবাদ নিমিয়ে দিতে। দুই জায়গাতেই বাস পাবেন বরিশালের। বাসে উঠে গুঠিয়া নেমে যান। এরপর অটোতে দুর্গাসাগর দিঘী। এরপর বরিশাল যাবেন বাসে করে। বরিশাল থেকে লঞ্চ ছাড়া শুরু হয় ৮.৩০ এ। শেষ লঞ্চ ছাড়ে ৯ টার একটু পর।
ছবি : পেয়ারা বাগান . কৃতজ্ঞতা : Salman Rahman |
যারা সড়ক পথে যেতে চান :
বরিশালের রূপাতলী বাস স্ট্যান্ড থেকে খুলনাগামী ধানসিড়ি পরিবহনে উঠবেন। ঝালকাঠি পার হয়ে কির্তীপাশা মোড় এ নামিয়ে দিতে বলবেন। ভাড়া নেবে ৬০ টাকা। সেখান থেকে শেয়ারড অটোতে ভিমরুলী যেতে পাবেন ২০-৩০ টাকা দিয়ে।
পোস্ট কৃতজ্ঞতা : বেড়াই বাংলাদেশ
No comments:
Post a Comment