Tuesday, August 25, 2015

বগালেক

সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় হাজার ২শ ফুট উঁচু পাহাড়ে প্রাকৃতিক ভাবে সৃষ্ট বগালেক। কেওকারাডাং এর কোল ঘেঁষে বান্দারবান শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে এবং রুমা উপজেলা সদর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে এর অবস্থান। পাহাড়ের উপরে প্রায় ১৫ একর জায়গা জুড়ে এই লেকের অবস্থান। এ পানি দেখতে প্রায় নীল রঙের ।

Monday, August 24, 2015

সংগ্রামপুঞ্জি জলপ্রপাত

লোকেশন : জাফলং, সিলেট
কিভাবে যাবেন : জাফলং থেকে সাইজ ভেদে বোট পাওয়া যায় ৫০০-১০০০ টাকার মাঝে । বর্ষায় একেবারে  জলপ্রপাতের সামনে পর্যন্ত বোট যাবে, আর শুকনায় বোট থেকে নেমে ১০/১৫ মিনিট হাটলেই পাওয়া যাবে সংগ্রামপুঞ্জি জলপ্রপাত।

 দেখে নিন সংগ্রামপুঞ্জি জলপ্রপাতের কিছু ছবি ...

চর সোনারামপুর

মেঘনার নদীর বুকে জেগে থাকা ছোট্টো দ্বীপ (চর) সোনারামপুর হতে পারে ডে ট্রিপের জন্য আদর্শ একটি স্থান। ভৈরব আর আশুগন্জ এর মাঝে মেঘনা নদীতে অবস্থিত এ চরটিতে হিন্দু ও মুসলিম পাড়া নামে দুটো বসতি আছে। বাকীটা পুরোটাই ধুধু চর। আছে সবুজের গালিচা বেছানো মাঠ

ঘুরে আসুন স্বরুপকাঠির জল বাজার থেকে

বৃহত্তর বরিশালের স্বরুপকাঠি, ঝালকাঠির মানুষের জীবনে নদী ও খাল অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। এখানকার মানুষজন তাদের জীবনধারনের প্রায় পুরোটাই করেন জলের সাথে মিতালী করে। হাট বাজার, আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া, কাছের গঞ্জ ও যাওয়া আসা সবই করেন তাদের নিজস্ব নৌকায়। যদিও সবসময় পানি থাকে সেসব খালে তবু বর্ষাকালে ভরা যৌবনা হয়ে ওঠে সেগুলো। সাথে মৌসুমী ফল পেয়ারা, আমরার বেচাকেনার বিশাল কর্মযজ্ঞও শুরু হয় এ সময়েই।
আর তাই অধুনা দেশী বিদেশী ট্রাভেলারদের ভ্রমণের প্রিয় স্থান হয়ে উঠেছে স্বরুপকাঠি/ঝালকাঠির এসব খাল বিলগুলো ।