Monday, September 28, 2015
বিছনাকান্দি | Bichnakandi
সারি
সারি নীল পাহাড়ের কোলে পাথর
বিছানো বিশাল বিছানায় (বিস্তৃত
এলাকায়)জলের
ছুটাছুটি। পাহাড়ের বুক চিরে
বের হয়ে আসা ঠাণ্ডা পানির
স্রোত। যা আপনাকে দু হাত
প্রসারিত করে আলিঙ্গন করবে
সব সয়মই। প্রকৃতির সৌন্দর্যে
শোভিত অপরূপ এই লীলাভূমির
নাম বিছনাকান্দি। প্রকৃতির
অসাধারণ রূপ-লাবন্যে
ঘেরা স্থানটি ৩৬০ আউলিয়ার
দেশ সিলেটের গোয়াইনঘাট উপজেলায়
অবস্থিত। বর্ষার দিনে বিছনাকান্দির
পূর্ণ যৌবনে লাভ করে। যাতায়াত
হয় অনেক সহজ। গরমের অস্বস্তি
থেকে প্রকৃতির কোলে শান্তি
পেতে চাইলে আপনিও ঘুরে আসতে
পারেন বিছনাকান্দি থেকে।
সিলেটের স্বর্গীয় বিছানা
নামে বিছনাকান্দিতে আপনি
পেতে পারেন প্রকৃতির মনোরম
লাবণ্যের স্পর্শ। একে জীবন-যাপনের
যাবতীয় ক্লান্তি বিসর্জনের
জন্য চমৎকার যায়গা বললেও বরং
কম হয়ে যায়।
বিছনাকান্দি | Bichnakandi
সারি
সারি নীল পাহাড়ের কোলে পাথর
বিছানো বিশাল বিছানায় (বিস্তৃত
এলাকায়)জলের
ছুটাছুটি। পাহাড়ের বুক চিরে
বের হয়ে আসা ঠাণ্ডা পানির
স্রোত। যা আপনাকে দু হাত
প্রসারিত করে আলিঙ্গন করবে
সব সয়মই। প্রকৃতির সৌন্দর্যে
শোভিত অপরূপ এই লীলাভূমির
নাম বিছনাকান্দি। প্রকৃতির
অসাধারণ রূপ-লাবন্যে
ঘেরা স্থানটি ৩৬০ আউলিয়ার
দেশ সিলেটের গোয়াইনঘাট উপজেলায়
অবস্থিত। বর্ষার দিনে বিছনাকান্দির
পূর্ণ যৌবনে লাভ করে। যাতায়াত
হয় অনেক সহজ। গরমের অস্বস্তি
থেকে প্রকৃতির কোলে শান্তি
পেতে চাইলে আপনিও ঘুরে আসতে
পারেন বিছনাকান্দি থেকে।
সিলেটের স্বর্গীয় বিছানা
নামে বিছনাকান্দিতে আপনি
পেতে পারেন প্রকৃতির মনোরম
লাবণ্যের স্পর্শ। একে জীবন-যাপনের
যাবতীয় ক্লান্তি বিসর্জনের
জন্য চমৎকার যায়গা বললেও বরং
কম হয়ে যায়।
Monday, September 14, 2015
যে দ্বীপের আয়তন বাড়ে
স্বপ্নের পথে হাঁটার অভ্যাস কার নেই। পরিচিত মহল থেকে একটু দূরে, নির্জন
স্থানে, মনের মতো একটি পরিবেশে, যেখানে সব কিছু সাজিয়ে রাখা পরিপাটিভাবে,
চাইলেই প্রকৃতিকে আলিঙ্গন করা যায় অনায়াসে। এ রকম একটি স্থানে ঘুরতে কার না
ভালো লাগে! আমাদের অতিপরিচিত কক্সবাজারের মহেশখালী দ্বীপেই মিলবে এর সব
কিছুর সমন্বয়। সমুদ্র, পাহাড় আর গহিন অরণ্যের সাথে বন্যপ্রাণী আর পাখিদের
কলকুঞ্জন। জেলেদের মাছ ধরার দৃশ্য, মিঠাপানের বরজ, আদিনাথ মন্দির, পাহাড়ের
ওপর পুকুর, মহেশখালী জেটির জন্য অনেক আগেই যার নাম দেয়া হয়েছে সাগরকন্যা।
তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, এই দ্বীপের আয়তন বাড়ছে।
Sunday, September 6, 2015
Subscribe to:
Posts (Atom)